২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

মালয়েশিয়া বিএনপির উদ্যেগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন

মালয়েশিয়া বিএনপির উদ্যেগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উদযাপন - ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল রোববার কুয়ালালামপুরের বুকিতবিনতাং -এর একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে

দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ -এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাম কবির। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ড. আহম্মদ বোরহান।

সভায় বক্তব্য রাখেন- দলের সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব ও কাজী সালাহ উদ্দিন। দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন। বুকিটবিন্তাং -এর আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদার, যুব নেতা নুরে সিদ্দিকী সুমন, জাসাজ -এর আসাদুজ্জামান মাসুম শেখ, স্বেচ্ছাসেবক দল থেকে হেলাল শিকদার, যুবদলের জাহাঙ্গির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন হৃদয়-সহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন- মোয়াজ্জেম হোসেন নিপু, মো: আরিফ হোসেন, এম এ কালাম, আমিনুল ইসলাম বিপ্লব, ইঞ্জিনিয়ার শাহ জালাল, আনোয়ার পারভেজ, ইমন সাইদ, সাইদুর রহমান বাবু, আব্দুল কাদের, হান্নান মল্লিক, আলিম উদ্দিন, স্বপন, মো: রাসেল, বকুল, জেসমিন আক্তার, তারেক সালাম, আল ইমরান, রকিব হোসেন, এম এম মজাম্মেল হক প্রধান, আক্তার গাজী ও গোলাম কবিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপি নেতার আরোগ্য কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা আনিছুর রহমান সাদ্দাম।


আরো সংবাদ



premium cement