০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
মালয়েশিয়ায় বন্যায় মৃত ৪

সকল মন্ত্রীর ছুটি বাতিল করলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

- ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমস্ত ফেডারেল মন্ত্রীর ছুটি বাতিল করার ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি সরকারি সম্পদ ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে কাজে নিয়োজিত করতে হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বন্যায় চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

নিউ স্ট্রেইটস টাইমস-এ প্রকাশিত সংবাদে তিনি বলেছেন, ‘সকল মন্ত্রীদের তাদের দায়িত্ব পালন এবং বন্যা কবলিত এলাকায় উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরো জানান, ‘মন্ত্রীরা আগে থেকে অনুমোদিত ছুটি পেলেও তা এখন বাতিল করা হয়েছে।’

সংবাদ সংস্থা বারনামা বলেছে, ‘শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত কেলান্তান, তেরেঙ্গানু, কেদাহ, পেরলিস, নেগেরি সেম্বিলান, সেলাঙ্গর, জোহর, মেলাকা এবং পেরাক নামে নয়টি রাজ্যের ৩৩টি জেলায় মোট ৯৪ হাজার ৭৭৮ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এর আগে সরকার কেন্দ্রীয় দুর্যোগ পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র (পিকেওবি) চালু করেছে। এ কেন্দ্রটি উদ্ধার কার্যক্রম সমন্বয় করা এবং বন্যা কবলিতদের সহায়তা করার জন্য কাজ করছে।

আটটি রাজ্যে ব্যাপক বন্যার ফলে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বন্যার কারণে ৮০ হাজার ৫৮৯ জন মানুষ ঘরছাড়া হয়েছেন। ৪৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ পর্যন্ত কেলান্তান, তেরেঙ্গানু এবং সারাওয়াকে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ‘এ বছরের বন্যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে। আবহাওয়া পরিস্থিতি এবং তীব্র বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।’

নাগরিকদের বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার।


আরো সংবাদ



premium cement