২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার

ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া - ছবি : সংগৃহীত

মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো দেশটির সরকার। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশটিতে প্রবেশ করতে ও ৩০ দিনের বেশি থাকতে ইচ্ছুক বিদেশী নাগরিকদের জন্য একটি বিশেষ অনলাইন পাস (ইএসপি) চালু করবে বলে জানা গেছে। যা আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে।

সোমবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এ কথা জানান। এই উদ্যোগ ডিজিটালাইজেশন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার অংশ বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে, ডিজিটাল পরিষেবা সরবরাহের দিকে আমাদের রূপান্তরের অংশ হিসাবে ইএসপি চালু করছে। এই বিশেষ পাসটি বিদেশী নাগরিকদের জন্য জারি করা একটি নথি, যা তাদের অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর রেগুলেশন ১৪-এর অধীনে ৩০ দিন পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ এবং থাকার অধিকার প্রদান করে।

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘বর্তমানে আবেদন এবং বিশেষ পাস ইস্যু ম্যানুয়ালি করা হয়, যেখানে আবেদনকারীদের অবশ্যই কাউন্টারে যেতে হবে এবং শারীরিক নথি জমা দিতে হবে। তিনি যোগ করে বলেন, প্রায় ৫০ শতাংশ বিদেশী নাগরিক যারা ইমিগ্রেশন অফিসে যান, তারা মালয়েশিয়ায় তাদের অবস্থান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন। যার ফলে ভিসা, পাস এবং পারমিট বিভাগে যানজট রয়েছে।’

২০২৩ সালে, এক লাখ ৩৯ হাজার ৩৪৪টি বিশেষ পাস ইস্যু করা হয়েছিল। যখন এই বছরের অক্টোবর পর্যন্ত এক লাখ ১৯ হাজার ১৯টি বিশেষ পাস বিদেশী নাগরিকদের ইস্যু করা হয়েছে। এভাবে ইএসপি প্রবর্তন কাউন্টারে যানজট কমাতে এবং একটি নতুন কাজের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে। ইএসপি প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদী সোশ্যাল ভিজিট পাস (পিএলএস) এবং পেশাদার ভিজিট পাস যাদের বৈধ পাস রয়েছে তাদের অবস্থা পরিচালনা করবে বলেও জানান তিনি।

বিদেশী নাগরিক যারা নতুন আবেদন, এক্সটেনশন, বা তাদের দীর্ঘমেয়াদী সামাজিক ভিজিট পাসে পরিবর্তনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন বা যারা অসুস্থতা (হাসপাতালে ভর্তি) ট্র্যাফিক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য ন্যায়সঙ্গত পরিস্থিতির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা আবেদন করতে পারেন ইএসপি। মূলত ইএসপি হল একটি সুবিধা যা আবেদনকারীদের অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করতে সহায়তা করার জন্য। বিশেষত জরুরি পরিস্থিতিতে বা বিশেষ বিবেচনার প্রয়োজন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তার সাথে আপস করবে না। যদিও আবেদন প্রক্রিয়া অনলাইনে হয়। নিরাপত্তা এবং স্বচ্ছতা উপেক্ষা করা হবে না বলেও তিনি যোগ করেন।


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল