১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

প্রযুক্তিখাতে ক্যারিয়ার গড়তে মালয়েশিয়ার পলিটেক বিশ্ববিদ্যালয়ের ছাড়

- ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে স্বপ্নের ক্যারিয়ার গড়তে উচ্চ শিক্ষায় আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য অ্যাডু প্ল্যান সল্যুশন বাংলাদেশ ও ইউনিভার্সিটি পলিটেক মালয়েশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

এই চুক্তির ফলে বাংলাদেশী শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক ৩০টি কোর্সে ২০ শতাংশ মূল্য ফি ছাড় পাবেন। তাছাড়া ফ্রি এয়ার টিকিট ও হোস্টেল সুবিধা বিভিন্ন বিষয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার বিখ্যাত পলিটেক বিশ্ববিদ্যালয় ইউপিটিএম।

শনিবার ইউপিটিএম-এর ডেপুটি ডিরেক্টর মার্কেটিং এবং স্টুডেন্ট রিক্রুটমেন্ট তুয়ান মো: সোফিয়ান বিন হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ইউপিটিএম ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর মার্কেটিং ও স্টুডেন্ট রিক্রুটমেন্ট তুয়ান মোহাম্মদ সোফিয়ান বিন হাসিম এবং অ্যাডু প্ল্যান সল্যুশন বাংলাদেশ এর পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ওসমান গনি সাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপিটিএম ইউনিভার্সিটির সহকারী মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ফারহান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তুহিন। এসএএস গ্লোবাল বাংলাদেশ-এর স্বত্বাধিকারী মো: শাহাদাত হোসাইন ও টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালের স্বত্বাধিকারী রাজু বিশ্বাস।

ইউপিটিএম-এর সাথে উক্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক নতুন দ্বার উন্মোচিত হলো। কিছু দিন আগে মালয়েশিয়া সরকার কতৃক ঘোষণা দেয়া হয়েছে এখন থেকে বিদেশী শিক্ষার্থীরা দেশটির আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা অর্জন করে এখানেই তাদের কর্মজীবন যেন শুরু করতে পারে এ লক্ষ্যে সরকার ভিসা নীতি সহজ করবে। দক্ষ জনশক্তি তৈরীতে সরকার বিদেশীদের জন্য অনুকূল পরিবেশ তৈরী করবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আকর্ষণ করতে বিশেষ ছাড়-সহ প্রণোদনা দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো।

বিশ্বমানের প্রযুক্তিখ্যাত ইউপিটিএম ইউনিভার্সিটির সর্বমোট ৩০টি বিষয় নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবেন।

এর মধ্যে বিবিএ, ব্যাচেলর ইন আইটি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এমবিএ, পিএইচডি ইত্যাদি অন্যতম।

এছাড়া বিশেষ সুবিধা হিসেবে বাংলাদেশী সম্ভাব্য সকল শিক্ষার্থীরা পাচ্ছেন মূল্য ফি-এর ২০ শতাংশ স্কলারশীপ মওকুফ। এক মাসের হোস্টেল ফি ও ট্রান্সপোর্ট সার্ভিস ফ্রি।

এডুপ্ল্যান সল্যুশন এর পক্ষ থেকে প্রথম ২০ জন শিক্ষার্থীর জন্য থাকছে ঢাকা-কুয়ালালামপুর এয়ার টিকেট সম্পূর্ণ ফ্রি এবং আরো অনন্যা সুবিধা।

আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের এডুপ্ল্যান সল্যুশন-এর অফিস এ যোগাযোগের করার অনুরোধ করা হয়েছে :
বাংলাদেশ অফিস : এডুপ্ল্যান সল্যুশন বাংলাদেশ, ৪৮, এ-বি পুরানা পল্টন, ঢাকা-১০০০, ফোন নাম্বার : ০১৮১৮৬৫১৯০৯, ০১৬০১৯০৯০৯০।

মালয়েশিয়া অফিস : প্লাজা বারযায়া, ইউনিট-১০৯, ১এ, জালান বুকিত বিনতাং, কুয়ালালামপুর +৬০১০২৪৫২৫০৯ (হোয়াটস্যাপ)।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে বাণিজ্য মেলায় কথা কাটাকাটি : যুবদল কর্মী নিহত, আহত ১০ আ’লীগের নির্যাতনের সময় প্রতিটা দিন বছর মনে হয়েছে : রিতা সিলেট পর্ব শেষে শীর্ষে রংপুর, তলানিতে ঢাকা চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা চাইলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠনে রেফারেন্স প্রক্রিয়া নিয়ে রিট খারিজ চীনা রাষ্ট্রদূতের সাথে বৈঠক মির্জা ফখরুলের এবার রেহানা ও তিন সন্তানের নামে মামলা ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা চায় বেশির ভাগ ইসলামী দল

সকল





up