১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রযুক্তিখাতে ক্যারিয়ার গড়তে মালয়েশিয়ার পলিটেক বিশ্ববিদ্যালয়ের ছাড়

- ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় প্রযুক্তি খাতে স্বপ্নের ক্যারিয়ার গড়তে উচ্চ শিক্ষায় আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য অ্যাডু প্ল্যান সল্যুশন বাংলাদেশ ও ইউনিভার্সিটি পলিটেক মালয়েশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

এই চুক্তির ফলে বাংলাদেশী শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক ৩০টি কোর্সে ২০ শতাংশ মূল্য ফি ছাড় পাবেন। তাছাড়া ফ্রি এয়ার টিকিট ও হোস্টেল সুবিধা বিভিন্ন বিষয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার বিখ্যাত পলিটেক বিশ্ববিদ্যালয় ইউপিটিএম।

শনিবার ইউপিটিএম-এর ডেপুটি ডিরেক্টর মার্কেটিং এবং স্টুডেন্ট রিক্রুটমেন্ট তুয়ান মো: সোফিয়ান বিন হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ইউপিটিএম ইউনিভার্সিটির পক্ষে ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর মার্কেটিং ও স্টুডেন্ট রিক্রুটমেন্ট তুয়ান মোহাম্মদ সোফিয়ান বিন হাসিম এবং অ্যাডু প্ল্যান সল্যুশন বাংলাদেশ এর পক্ষে প্রতিষ্ঠানটির কর্ণধার ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ওসমান গনি সাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপিটিএম ইউনিভার্সিটির সহকারী মার্কেটিং ম্যানেজার মুহাম্মদ ফারহান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তুহিন। এসএএস গ্লোবাল বাংলাদেশ-এর স্বত্বাধিকারী মো: শাহাদাত হোসাইন ও টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবালের স্বত্বাধিকারী রাজু বিশ্বাস।

ইউপিটিএম-এর সাথে উক্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক নতুন দ্বার উন্মোচিত হলো। কিছু দিন আগে মালয়েশিয়া সরকার কতৃক ঘোষণা দেয়া হয়েছে এখন থেকে বিদেশী শিক্ষার্থীরা দেশটির আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা অর্জন করে এখানেই তাদের কর্মজীবন যেন শুরু করতে পারে এ লক্ষ্যে সরকার ভিসা নীতি সহজ করবে। দক্ষ জনশক্তি তৈরীতে সরকার বিদেশীদের জন্য অনুকূল পরিবেশ তৈরী করবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আকর্ষণ করতে বিশেষ ছাড়-সহ প্রণোদনা দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো।

বিশ্বমানের প্রযুক্তিখ্যাত ইউপিটিএম ইউনিভার্সিটির সর্বমোট ৩০টি বিষয় নিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবেন।

এর মধ্যে বিবিএ, ব্যাচেলর ইন আইটি, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, এমবিএ, পিএইচডি ইত্যাদি অন্যতম।

এছাড়া বিশেষ সুবিধা হিসেবে বাংলাদেশী সম্ভাব্য সকল শিক্ষার্থীরা পাচ্ছেন মূল্য ফি-এর ২০ শতাংশ স্কলারশীপ মওকুফ। এক মাসের হোস্টেল ফি ও ট্রান্সপোর্ট সার্ভিস ফ্রি।

এডুপ্ল্যান সল্যুশন এর পক্ষ থেকে প্রথম ২০ জন শিক্ষার্থীর জন্য থাকছে ঢাকা-কুয়ালালামপুর এয়ার টিকেট সম্পূর্ণ ফ্রি এবং আরো অনন্যা সুবিধা।

আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের এডুপ্ল্যান সল্যুশন-এর অফিস এ যোগাযোগের করার অনুরোধ করা হয়েছে :
বাংলাদেশ অফিস : এডুপ্ল্যান সল্যুশন বাংলাদেশ, ৪৮, এ-বি পুরানা পল্টন, ঢাকা-১০০০, ফোন নাম্বার : ০১৮১৮৬৫১৯০৯, ০১৬০১৯০৯০৯০।

মালয়েশিয়া অফিস : প্লাজা বারযায়া, ইউনিট-১০৯, ১এ, জালান বুকিত বিনতাং, কুয়ালালামপুর +৬০১০২৪৫২৫০৯ (হোয়াটস্যাপ)।


আরো সংবাদ



premium cement
কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই ব্যবস্থা করে যাবো : অর্থ উপদেষ্টা সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’ উত্তরবঙ্গের ৩ বিভাগে কি একজনও যোগ্য লোক নেই : সারজিস তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আমতলীতে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে : সেলিম ভূঁইয়া ট্রাম্পের অধীনে আমেরিকা : যেভাবে দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত

সকল