২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালয়েশিয়ায় বাংলাদেশীদের উচ্চশিক্ষা সহজ করতে জিএসসি চার্জ ফ্রি সেবা চালু

কুয়ালালামপুরে জিএসসি গ্লোবাল সলিউশনের করপোরেট শাখা উদ্বোধন - সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে মালয়েশিয়াতে জিএসসি গ্লোবাল সলিউশনের করপোরেট শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বাংলাদেশী শিক্ষার্থীদের এক মাস যাবতীয় ফাইল প্রসেসিং চার্জ ফ্রি করা হয়েছে।

রোববার বিকেলে কুয়ালালামপুরের টাইমস্কয়ারের অপজিটের বারজায়া কমপ্লেক্সে অনাড়ম্বর অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।

দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত ও বলকানের অন্যতম দেশ সার্বিয়ার পর মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বারজায়া টাইমস্কয়ারের বিপরীত পাশে প্লাজা বারজায়াতে করপোরেট শাখার যাত্রা শুরু করল দেশের শীর্ষস্থানীয় এডুকেশন কনসালটেন্সি ফার্ম জিএসসি গ্লোবাল সলিউশনস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্টের মহাসচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন মাহি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের উদ্যোগকে সাধুবাদ জানান এবং জিএসসির উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রাকে আরো বেশি সহজ হবে বলে মন্তব্য করেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ চৌধুরী, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং এডুপ্লান বাংলাদেশের পরিচালক ওসমান গনি, মদিনার ট্রাভেলস অ্যান্ড টুরসের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক মোকাম্মেল হোসেন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ চেয়ারম্যান, সিওএএসটি ফাউন্ডেশন, ভিসি ব্রিটানিয়া ইউনিভার্সিটি কুমিল্লা, মালয়েশিয়া প্রবাসী শিক্ষাবিদ হাসান, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা, বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মালয়েশিয়ায় অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা।


আরো সংবাদ



premium cement