লেবাননে ইসরাইলি বিমান হামলায় বাংলাদেশী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ নভেম্বর ২০২৪, ০৯:২৭, আপডেট: ০৩ নভেম্বর ২০২৪, ১৩:৪২
লেবাননে ইসরাইলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা।
শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইল কয়েক দফায় বিমান হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন। সেময় প্রাণ হারান নিজাম।
মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস।
লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলা শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।
লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা