০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬
`

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশীসহ গ্রেফতার ৬০২

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশীসহ গ্রেফতার ৬০২ - ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশীসহ ৬০২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ।

শনিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহআলমের সেকশন ২৫ তামান শ্রী মুদায় একটি সমন্বিত অভিযানে অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

কসমো অনলাইন ও সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ‘অভিযানে ১০৯১ বিদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় বৈধ কাগজপত্রহীন, ১৯ থেকে ৫৫ বছর বয়সী ৬০২ (নারী-পুরুষ) অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।’

দ্য স্টার অনলাইনে এক সাক্ষাৎকারে সেলাঙ্গর মন্ত্রী দাতু সেরী আমিরুদ্দিন সারি বলেছেন, ‘গ্রেফতার ৬০২ জনের মধ্যে ২১৩ জন পুরুষ ও একজন নারী বাংলাদেশী অভিবাসী রয়েছে।’

গ্রেফতারদের মধ্যে ২১৪ বাংলাদেশী ছাড়াও ইন্দোনেশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি পাচারবিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন ২০০৭-এর অধীনে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, ‘এই এলাকায় বিদেশীদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকে অপারেশনাল প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল ১০৯১ জন বিদেশীর মধ্যে ৬০ শতাংশেরও বেশি অবৈধ অভিবাসী। তারা পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র রেখে পালানোর জন্য বিভিন্ন কারণ ব্যবহার করে, কেউ কেউ বলেন, তারা প্রতারিত হয়েছে ইত্যাদি। এগুলো এমন কারণ না, যা মাঠে সমাধান করা যেতে পারে।’

এ অভিযানে ইমিগ্রেশন বিভাগ, শাহ আলম সিটি কাউন্সিল, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স বাহিনী (এপিএম), জেনারেল অপারেশন বাহিনী (পিজিএ), ফেডারেল রিজার্ভ বাহিনী (এফআরইউ) এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগের ৪৪৫ জন সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।

আমিরুদিন বলেন, বিভিন্ন সময়ে অন্য এলাকাগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালাব, যেখানে বিদেশীরা অবৈধভাবে অবস্থান করছেন। গ্রেফতারদের পরে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সেমুনিয়াহ ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।


আরো সংবাদ



premium cement
আরো ৩ দেশ থেকে বুলগেরিয়ার ভিসার আবেদন করতে পারবে বাংলাদেশী শিক্ষার্থীরা ইংল্যান্ডকে হারাতে ১১৯ রান প্রয়োজন বাংলাদেশের ভারতে গেল ৪১০ টন ইলিশ ‘রাষ্ট্র পরিচালনার স্টাইল পরিবর্তন করা খুবই জরুরি’ মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে যে সপ্তাহটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সন্ত্রাস চাঁদাবাজ ও লুটেরাদের ভয়ের কারণ আছে : সীরাত মাহফিলে বক্তরা বিপিএল বিতর্ক : ৭ দলই নির্ধারণ হয়নি এখনো ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত নিহত ৪১ হাজার ৮২৫ বুড়িচংয়ে ৬ দিন পর পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার ১৫টি খাল খনন করলেই দূর হবে ঢাকার ৮০ শতাংশ জলাবদ্ধতা ইফা সংস্কারের দাবি লেখক-অ্যাক্টিভিস্ট ফোরামের

সকল