০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

জনসমাগম এড়াতে ওয়েবসাইটে নির্বাচনী প্রচারণা চালাবে বিএনপি

করোনাভাইরাস
-

প্রচারণা জোরদার করতে ওয়েবসাইট খুলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ডা: শাহাদাত হোসেন। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কোলাকুলি-হ্যান্ডশেক এড়িয়ে অনলাইনে প্রচারণা বাড়াতে এই ওয়েবসাইট তৈরি করা হয়।
গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে ওয়েবসাইটটি (https://drshadat.com/) উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় তিনি বলেন, সবচেয়ে বড় কথা জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়া। ডা: শাহাদাত হোসেন চসিক নির্বাচনে সবচেয়ে বড় যোগ্য প্রার্থী। আমার আশা, জনগণ শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
ডা: শাহাদাত হোসেন বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। এ জন্য প্রচারণা অভিযানটা আমরা অন্যভাবে করার চেষ্টা করছি। সোস্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচার অভিযান। আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে যেতে চাই। জনগণের সাথে আমাদের সম্পর্ক বেড়েছে। যেখানে যাচ্ছি জনগণের জোয়ার হয়েছে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তাদের সাথে সম্পৃক্ত হব।
তিনি বলেন, শুধু সর্দি-কাশি হলে যে করোনা ভাইরাস হবে, তা কিন্তু নয়। যেকোনো রোগ, সেটি ভাইরাস হোক, ব্যাক্টেরিয়া হোক রোগ প্রতিরোধ না থাকলে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। সে জন্য রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে হবে। ভিটামিনসমৃদ্ধ খাবার খেতে হবে।
এ দিকে চট্টগ্রাম মহানগর জাসাস-এর পক্ষ থেকে বিএনপির মেয়র প্রার্থী হোসেনের সমর্থনে নির্বাচনী প্রচারণার গানের সিডির মোড়ক উদ্বোধন করেন প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মশিউর রহমান বিপ্লব, নগর বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম, চাকসুর ভিপি নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির নেতা জসিম উদ্দিন সিকদার, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ মহিলা কাউন্সিলর প্রার্থী মনোয়ারা বেগম মনি, জামালখান ওয়ার্ড কাউন্সিল প্রার্থী আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাসাস- এর সভাপতি কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: আমিনুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মামুন উর রশিদ শিপন, শেখ জামিল, শিল্পী নজরুল ইসলাম তুহিন, দোস্ত মোহাম্মদ, টিভি ও বেতারশিল্পী সৈয়দ জিয়া প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের মন্তব্য : যা বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব পশুর নদে গ্যাস ও কয়লাবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১ চুয়াডাঙ্গা প্রকাশ্যে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ কর্মী ‘আওয়ামী লীগের আমলে প্রতিবছর ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে’ গাজার জাবালিয়ায় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা হতাহত ইসরাইলের ৫ এলাকায় হিজবুল্লাহর একযোগে হামলা শেষ মুহূর্তে জনমত সমীক্ষায় ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা! সোনার ছেলে বড় হয়েও যেন সোনার ছেলেই থাকে : সেলিম উদ্দিন সাফজয়ী ক্রিকেটারদের যা বললেন প্রধান উপদেষ্টা রাজস্ব আদায় বাড়ানোর উপায় খুঁজছে বাংলাদেশ কুয়াকাটায় নিষেধাজ্ঞা শেষে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলেরা

সকল