২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সিআইএমসি ও সিআইডিসিতে আলোচনা সভায় বক্তারা

বঙ্গবন্ধু ছিলেন জাতির হ্যামিলনের বাঁশিওয়ালা

-

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (সিআইএমসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের (সিআইডিসি) যৌথ উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সিআইএমসি অধ্যক্ষ অধ্যাপক মো: আমির হোসেন এবং সিআইডিসির অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দীনের নেতৃত্বে প্রতিষ্ঠান দু’টির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ক্যাম্পাসে শতবর্ষী বৃক্ষ (বকুল গাছ) রোপণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় অধ্যাপক মো: আমির হোসেন বলেন, বঙ্গবন্ধু ছিলেন এ জাতির হ্যামিলনের বাঁশিওয়ালার মতো, যিনি অজোপাড়াগাঁয়ে জন্মগ্রহণ করেও হয়েছিলেন বাঙালি জাতির মহান পথপ্রদর্শক ও মহানায়ক। যার আগমন ও সুন্দর নেতৃত্বেই এ জাতি একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছিল। তাই আমাদের উচিত তার আদর্শকে লালন করা এবং সবার কাছে তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানে সিআইএমসি ও সিআইডিসি এর সব বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement