২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

বিটিসিএল অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি

-

চাকরি স্থায়ী করার দাবিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দিন হাজিরার ভিত্তিতে নিয়োগ করা (ক্যাজুয়েল) শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গত ২ মার্চ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে কর্মবিরতি ও গণসংযোগ কর্মসূচি পালন করেন অস্থায়ী ভিত্তিতে চাকরিরত চট্টগ্রাম অঞ্চলের বিটিসিএলের শ্রমিক-কর্মচারীরা।
চট্টগ্রাম আগ্রাবাদ আঞ্চলিক কার্যালয়ের কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো: আব্দুল আওয়াল। কর্মসূচিতে বক্তব্য দেন অজয় মল্লিক, শামসুজ্জামান স্বপন, মো: রবিউল হোসেন, আব্দুর খায়ের মজুমদার, গোলাম মোস্তফা, মো: বাদল, আব্দুল মজিদ, মিন্টু এবং সমিতির বিভিন্নপর্যায়ের নেতারা। বক্তারা অনতিবিলম্বে দিন হাজিরার ভিত্তিতে নিয়োগ করা শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের জন্য বিটিসিএল কর্তৃপক্ষ ও সরকারের কাছে জোর দাবি জানান।


আরো সংবাদ



premium cement