চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আজ শুরু
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ মার্চ ২০২০, ০০:০০
চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার চবি ক্যাম্পাসে এবং আগামীকাল শুক্রবার চট্টগ্রাম শহরের বহদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্সে বর্ণাঢ্যভাবে উদযাপিত হবে এ সুবর্ণজয়ন্তী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ গৌরবময় ৫০ বছর পেরিয়ে এসেছে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আর আই চৌধুরীর হাতে গড়া প্রতিষ্ঠান এখন বিদ্যাচর্চার বিশাল ক্ষেত্র।
সুবর্ণজয়ন্তীতে বিভাগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সেমিনার, আনন্দমিছিল, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে অংশ নেবেন বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার অনুষ্ঠানের উদ্বোধন করবেন।