২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পোর্ট সিটি ইউনিভার্সিটির সিন্ডিকেটে ৫৩১ শিক্ষার্থীর ডিগ্রি অনুমোদন

-

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়া ছয়টি বিভাগের ৯ জন শিক্ষকের পদোন্নতি, পাঁচটি বিভাগের ১০ জন শিক্ষকের চাকরি স্থায়ীকরণ, আটটি বিভাগের নবনিযুক্ত ১১ জন শিক্ষকের নিয়োগ এবং দু’জন শিক্ষকের শিক্ষা ছুটির অনুমোদন দেয়া হয়।
গত রোববার ইউনিভার্সিটির ২১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। ভিসি প্রফেসর ড. মো: নূরল আনোয়ার সভায় সভাপতিত্ব করেন।
পোর্ট সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান জহির আহম্মদ, ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস তাহমিনা খাতুন, মোহাম্মদ আলী আজম স্বপন, ড. জাহানারা আরজু, পরিচালক (অর্থ) এহসানুল হক রিজন, রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি মো: মাহাফুজুর রহমান, ইইই বিভাগের সভাপতি দিপক কুমার চৌধুরীসহ সিন্ডিকেটের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।
ফল ২০১৯ ট্রাইমেস্টারে মোট ৩০৬ জন শিক্ষার্থীকে মুত্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, মেধাভিত্তিক, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, খেলোয়াড় ও অন্যান্য কোটায় ৮৬ লাখ ৫৮ হাজার ৫০৪ টাকার বৃত্তি সভায় অনুমোদন দেয়া হয়। এ ছাড়াও সামার ২০১৯ ট্রাইমেস্টারে ফলাফলের ভিত্তিতে ১৭১ জন শিক্ষার্থীর মাঝে ১০ লাখ ২৪ হাজার ৮৩১ টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে ¯িপ্রং ২০২০ ট্রাইমেস্টারে ১০৩ জন শিক্ষার্থীর মাঝে প্রায় পাঁচ লাখ টাকা বৃত্তি প্রদানের বিষয়টি সভায় অনুমোদিত হয়।

 

 


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ৬ মামলা বাতিলের রায় প্রকাশ গাজায় গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনি নিহত বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল : ফখরুল নোয়াখালীতে ট্রাকচাপায় এক শিশু নিহত ইউক্রেনে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার রংপুরে ৩ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সকলের সামাজিক দায়িত্ব : উপদেষ্টা ৪টি সংস্কার করলেই অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে : মোস্তাফিজার রহমান গৌরনদীর সাবেক মেয়রকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান

সকল