আল হেলাল মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও সভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম ব্যুরো
- ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
সাতকানিয়াস্থ আল হেলাল মহিলা মাদরাসার ২৪তম বার্ষিক পুরস্কার বিতরণী ও সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
আল হেলাল মহিলা মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মিসেস রোখসানা হেলালের সভাপতিত্বে দুটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী ও সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালাহ্উদ্দিন হাসান চৌধুরী। মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল্লাহ গালিব আল হিলালীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমানউল্লাহ, নীল রতন দাস গুপ্ত, ফেডারেল ইন্সুরেন্স কোম্পানির পরিচালক রোকনউদ্দিন চৌধুরী রিপন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হারুনর রশিদ।
অনুষ্ঠানে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী। বক্তব্য রাখেন, চরতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা: রেজাউল করিম, রাজনীতিক মোহাম্মদ নুরুল আমীন, মোহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মাহবুবুল বশর আল কাদেরী, এহসানুল হক মিলন, আহমদ হোসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিলে আখেরি মুনাজাতে মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম সাংবাদিক হেলাল হুমায়ুনের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।