নৌবাহিনী প্রতিনিধিদলের সিএমপির কোতোয়ালি থানা পরিদর্শন
- চট্টগ্রাম ব্যুরো
- ২০ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বাংলাদেশ নৌবাহিনীর সিপিও’স লিডারশিপ অ্যান্ড এএমপি ডেভেলপমেন্ট কোর্সের একটি প্রশিণার্থী দল জেসিও’স ট্রেনিং ইনস্টিটিউটের অফিসার ইনস্ট্রাক্টর লে. হারুনুর রশীদের নেতৃত্বে একজন অফিসার ও একজন ইন্সপেক্টরসহ ৩০ জন প্রশিণার্থী গত মঙ্গলবার সিএমপির কোতোয়ালি থানা পরিদর্শন করেছেন। এ সময় তারা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক ও অফিসারদের সাথে পরামর্শমূলক আলোচনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচনাকালে তারা কোতোয়ালি থানার বিভিন্ন দিক তথা আইনশৃঙ্খলা ব্যবস্থা ও আইনি সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও সুদৃঢ় রাখার ব্যাপারে পরামর্শ প্রদান করেন। এ সময় তারা থানার মনোরম পরিবেশের প্রশংসা করেন।
প্রতিনিধিদলের সাথে আলোচনাকালে সেবার মান উন্নয়ন, পুলিশ-জনতার সুদৃঢ় সম্পর্ক, আধুনিক পুলিশিং ব্যবস্থাসহ অপরাধ দমনে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মো: আরিফ হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মো: কামরুজ্জামান, অপারেশন অফিসার এসআই নিপু বিশ^াস, এসআই সজল কান্তি দাশ প্রমুখ। আলাপ-আলোচনা শেষে তারা কোতোয়ালি থানার বিভিন্ন স্থান পরিদর্শন করে।
প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।