‘ইসলামের শুদ্ধ চর্চায় গারাংগিয়া তরিকার অবদান অপরিসীম’
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাহফিলে বক্তারা বলেছেন, কুরআন ও হাদিসের আলোকে ইসলামের সঠিক পথ ও শুদ্ধ চর্চায় গারাংগিয়া ত্বরিকার অবদান অপরিসীম। শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ পরিচালিত আগ্রাবাদস্থ শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে গত ৯ ফেব্রুয়ারি বাদ মাগরিব মাসিক ত্বরিকতের বৈঠক, জিক্রি ও দোয়া মাহ্ফিলে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়ার দরবারে গারাংগিয়ার পীর শাহ মাওলানা মাহমুদুল হক মজিদী (ম.জি.আ.)। মাহফিলে আলোচক ছিলেন বন্দর হাইস্কুল কলোনি জামে মসজিদের খতিব মাওলানা তৈয়ব আলী মজিদী, শাকপুরা কামিল মাদরাসার সিনিয়র শিক মাওলানা আবদুল জলিল, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহজাদা মহিউদ্দিন মজিদী, মাওলানা মহিবুলাহ, চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল (এমএ) মাদরাসার উপাধ্য মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবুল হায়াত মিয়াজী।
কমপেক্সের ইমাম মাওলানা নুরুল হুদার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: সোহেল তাজ, কমপেক্সের পরিচালক ও শাহ মাহমুদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মঈনুদ্দিন মজিদী।