বিত্তশালীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে : ফারজানা পারভীন
- চট্টগ্রাম ব্যুরো
- ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বাকলিয়া নারী কল্যাণ পরিষদের সভানেত্রী কাউন্সিলর ফারজানা পারভীন বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি বিত্তশালীদের নৈতিক দায়িত্ব। আমাদের দেশের বিত্তশালী লোকেরা দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসলে অসহায় মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে।
গত মঙ্গলবার বিকেলে নগরীর বাকলিয়া থানার হাফিজনগরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাকলিয়া নারী কল্যাণ পরিষদের উদ্যোগে হাফিজ নগর এবং তক্তারপুল এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এবং নবনির্মিত মসজিদে টিন বিতরণ করেন বাকলিয়া নারী কল্যাণ পরিষদের সভানেত্রী চসিকের কাউন্সিলর ফারজানা পারভীন। এ সয়ম উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবু তাহের, রফিজুল ইসলাম, একরামুল হক খোকন, শাহেদা বেগম ও ওয়ার্ড সচিব সাজু মহাজন প্রমুখ।
পরে কাউন্সিরের নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় অসহায় ও দুস্থদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।