০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বসন্ত আগমনী উৎসবে পোর্ট সিটি ইউনিভার্সিটি

-

বসন্তের মায়া লাগানো আগমনে প্রকৃতি যেন আজ ফুলে ফলে আর হয়েছে সঞ্জীবনী হয়ে উঠেছে। ফাল্গুনের হাত ধরেই বসন্তের আগমন। বসন্তের এই আগমনী বার্তায় প্রকৃতির সাথে তরুণ হৃদয়েও যেন লেগেছে দোলা। বসন্তকে তাই সাদরে আগমন জানাতে সকালের আবছা কুয়াশা কাটিয়ে যেতেই পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও মেতে উঠে বসন্ত আগমনী উৎসবে।
গত শনিবার পোর্ট সিটি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা নাটক, নাচ-গান কবিতায় সাদর আমন্ত্রণ জানিয়েছে ঋতুরাজ বসন্তকে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর বিন সারওয়ার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নুরল আনোয়ার বলেন, ফাল্গুন আর চৈত্রের মেলবন্ধনে বসন্তের আগমনী গান আজ সর্বত্র। গাছে গাছে সবুজ পাতা আর নানা রঙের ফুল। শিমুল আর কৃষ্ণচূড়ারা এরই মধ্যে সেজেছে সূর্যের সাথে তাল মিলিয়ে রক্তিম রঙে। কোকিলরা গান ধরেছে ভ্রমরের গুনগুনানির তালে। চার দিকে শোনা যায় ঝরা পাতার আওয়াজ। হলুদ আর বাসন্তী রঙে নিজেদের রাঙিয়ে আনন্দে মেতে ছিলে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে কবিতা আবৃতি, দ্বৈত-দলীয় গান, নাটক ও নৃত্য পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের সভাপতি মো: রাশেদ খান মিলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগের শিক্ষকমণ্ডলী এ এস এম ইফতেখারুল আজম, ফাহমিদা আকতার ও মুহাম্মদ ইশতিয়াক। এ ছাড়া অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল