০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আইআইইউসির প্রস্তুতি সভা

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি)-এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী উদযাপন কমিটির প্রস্তুতি সভা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়েল সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী আড়ম্বর ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেÑ আলোকসজ্জা, ছাত্রদের অংশগ্রহণে পাবলিক স্পিকিং, ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা, ছাত্রীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ওপর কুইজ প্রতিযোগিতা, বিদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু এজ এ ওয়ার্ল্ড লিডার’ বিষয়ে বক্তৃতা, ব্লাড-গ্রুপিং ও রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, দেয়ালিকা প্রকাশ এবং মুজিববর্ষের ক্ষণগণনার জন্য সেন্ট্রাল লাইব্রেরির সামনে ডিসপ্লে ঘড়ি স্থাপন। সভায় উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, আর্টস্ অ্যান্ড হিউমিনিটিস ফ্যাকাল্টির ডিন ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব:), ফার্মেসি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মো: শরীফুল হক, ফিমেল একাডেমিক জোনের ইনচার্জ ও ইএলএল বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সালমা হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ আহসানুল মামুন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ, স্যাড-এর এডিশনাল ডিরেক্টর চৌধুরী গোলাম মওলা, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, লজিস্টিক অ্যান্ড মেনটেইন্যান্স ডিভিশনের এডিশনাল ডিরেক্টর ইজাবুল খালেদ ভুঁইয়া, আইটি ডিভিশনের নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর মোহাম্মদ ফয়সাল আহমেদ ও ট্রান্সপোর্ট ডিভিশনের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আকতার হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী সফলভাবে উদযাপনের জন্য সবার প্রতি সহযোগিতা কামনা করে সভা সমাপ্ত হয়।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল