সাদার্ন ভার্সিটি শিক্ষার্থীদের কেডিএস এক্সেসরিজ পরিদর্শন
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা শিল্প সফরে সম্প্রতি নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কেডিএস এক্সেসরিজ লিমিটেড পরিদর্শন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায়, এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে এ সফরের আয়োজন করা হয়। একাডেমিক কোর্সের অংশ হিসেবে কোর্স শিক্ষক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সি এম আতিকুর রহমান ও তাসনিম ইসলামের সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনায় আয়োজিত এ শিল্প সফরে বিবিএ’র ৫৩তম ব্যাচের ৩৩ জন শিক্ষাথী অংশগ্রহণ করেন।
কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপক (এইচআর ও কমপ্লায়েন্স) প্রবীর চক্রবর্তী ও সহকারী ব্যবস্থাপক দেবাশিষ সেন শিক্ষার্থীদের কারখানার পটভূমি, ইতিহাস, উৎপাদনের বিভিন্ন ধাপ, কারখানা রক্ষণাবেক্ষণ, বজ্য ব্যবস্থাপনা, প্যাকেজিং, জিপ-লক পলি উৎপাদন, ইতালিয়ান বনেটটি মেশিন এবং ওভেন লেবেল উৎপাদনসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন। শিক্ষার্থীরা কারখানার বিভিন্ন শাখা পরিদর্শন করে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।