চট্টগ্রাম-ব্যাংকক রুটে ফ্লাইট চালুর আহ্বান চেম্বারের
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
চট্টগ্রাম-ব্যাংকক রুটে বিমানের ফ্লাইট চালু করতে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। ব্যাংককগামী যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম বিমানবন্দরেই ইমিগ্রেশনের ব্যবস্থা চালুর পর প্রতিমন্ত্রী মো: মাহবুব আলীকে ধন্যবাদ জানিয়ে গত সোমবার এক পত্রে তিনি এ আহ্বান জানান।
পত্রে চেম্বার সভাপতি বলেন, মিরসরাইয়ে বাস্তবায়নাধীন দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারায় দু’টি অর্থনৈতিক অঞ্চল, দু’টি সরকারি ও একটি বেসরকারি ইপিজেডসহ অনেক বিদেশী বিনিয়োগকারীর গন্তব্য হওয়ায় চট্টগ্রামে অনেক বিদেশী বিশেষ করে বিনিয়োগকারীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধির কারণে চট্টগ্রাম থেকে ব্যাংককগামী ব্যবসায়ী, চিকিৎসাপ্রত্যাশী ও পর্যটকের সংখ্যা অনেক গুণ বেড়েছে। বর্তমানে চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালু হলে তা এ মুর্হূতে লাভজনক না হলেও বিনিয়োগবান্ধব পরিবেশের অন্যতম সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বিধায় সরাসরি যোগাযোগের এ ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিশ্চিত করা প্রয়োজন, অন্যথায় চট্টগ্রামকে ঘিরে প্রধানমন্ত্রীর বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ বাধাগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই চট্টগ্রাম থেকে সরাসরি ব্যাংকক ফ্লাইট চালু করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।