দরবারে গারাংগিয়ার ত্বরিকত সম্মিলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের লালদীঘির ময়দানে দরবারে গারাংগিয়া ত্বরিকত সম্মিলন-২০২০ উপলক্ষে এন্তেজামিয়া কমিটির এক প্রস্তুতি সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও এন্তেজামিয়া কমিটির কো-চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ত্বরিকত সম্মিলনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কমিটির মহাসচিব আমিনুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান আহমদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মোজাহেরুল হক চৌধুরী, আহমদ হোসাইন, মোজাফফর মনির, মীর আহমদ, ড. এনামুল হক মোজাদ্দেদী, মোহাম্মদ আবদুল মন্নান ফারুকী, আমান উল্লাহ আমান, মোহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, মোহাম্মদ আবদুল আলিম, মোহাম্মদ মোজাহেদুল হক চৌধুরী, শাহজাদা মোহাম্মদ মঈনুদ্দিন মজিদী, আবদুল খালেদ চৌধুরী, মোহাম্মদ মোসলেহ উদ্দিন, মাওলানা নুরুল হুদা, মাওলানা হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন জিহাদী, জহিরুল ইসলাম প্রমুখ।