বিশ্ব কুষ্ঠ দিবসে চট্টগ্রামে আলোচনা সভা
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ জানুয়ারি ২০২০, ০০:০০
চট্টগ্রামে ৬৬তম বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন অফিস ও দি লেপ্রসিমিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন চট্টগ্রাম ডা: সেখ ফজলে রাব্বি।
এতে প্রধান অতিথি বলেন, প্রাচীনতম রোগ কুষ্ঠরোগের উৎপত্তি সম্ভবত ভারতবর্ষে। এটি সংক্রামক রোগ হলেও প্রায় নির্মূলের পর্যায়ে। এ দেশে সরকারের পাশাপাশি লেপ্রসিমিশনের মতো আটটি প্রতিষ্ঠান কুষ্ঠরোগ নিয়ে কাজ করে। সম্মিলিতভাবে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে পারলে রোগ শনাক্ত ও প্রতিবন্ধিতা কমানো সম্ভব।
সভায় বিশেষ অতিথি ছিলেন চসিকের প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চমেকহা চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মিজানুর রহমান, ডিভিশনাল টিবি এক্সপার্ট ডা: বিশাখা ঘোষ, দৃষ্টির প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন মাহবুব, ডিস অ্যাডভান্টেজ পিপলস অ্যাসোসিয়েশনের (ডাপা) সভাপতি মো: শাহকামাল।
প্যানেল মেয়র বলেন, সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য অনুযায়ী প্রতিবন্ধিতা হ্রাসকল্পে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। এক্ষেত্রে সিটি করপোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ছাত্রছাত্রীদের কুষ্ঠবিষয়ক সচেতনতা সৃষ্টি প্রোগ্রামের ব্যবস্থা করে দেবেন।