আহমদুল হক রহ: আলোকিত মরমি গবেষক ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন
- চট্টগ্রাম ব্যুরো
- ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০
আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বাংলার রুমি ও সুফি সাধক সৈয়দ আহমদুল হক রহ:-এর অষ্টম বার্ষিক ওরস উপলক্ষে সম্প্রতি আলোচনাসভা লালখান বাজারস্থ রুহ আফজা কুটিরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। বক্তব্য রাখেন আল্লামা রুমি সোসাইটির উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক। অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো: আবুল হাসেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও মো: আহসানুল হাদী।
অ্যাডভোকেট সৈয়দ মো: ইমরান খানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন আল্লামা রুমি সোসাইটির মহাসচিব সৈয়দ মোহাম্মদ সিরাজদৌল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সিআইইউ ভিসি প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বাংলার রুমি খ্যাত সৈয়দ আহমদুল হক রহ:-এর ব্যক্তিগত জীবনাচরণ, চিন্তারাজ্য ও কর্মযজ্ঞের নৈপুণ্যতায় ছিলেন মানবিক ও অসাম্প্রদায়িক। মাওলানা রুমির আধ্যাত্মিক প্রেমের শিক্ষাগুরু ছিলেন শামস তাবরিযি। একইভাবে সৈয়দ আহমদুল হকের প্রেমের শিক্ষাগুরু ছিলেন মাওলানা জালাল উদ্দিন রুমি। তারা সবাই ছিলেন মানবপ্রেমিক সাধক।
বাংলার রুমি সৈয়দ আহমদুল হক রহ:-এর অষ্টম বার্ষিক ওরস উপলক্ষে দিনব্যাপী পালিত কর্মসূচির মধ্যে ছিলÑ খতমে কুরআন, মাজারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল ও তাবারুক বিতরণ।