০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

সিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

-

নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি পুলিশ কমিশনার মো: মাহাবুবর রহমান।
এ সময় সেবা তহবিল থেকে বিভিন্ন স্তরের ৩৪ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে নগদ ১০ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। সভায় সিএমপি কমিশনার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, সহকারী পুলিশ কমিশনার, সব থানার ওসিসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement