বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কম্বল বিতরণ
- চট্টগ্রাম ব্যুরো
- ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০
কাতারস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় নগরীর শীতার্ত, দুস্থ, অসহায় ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। গত মঙ্গলবার দুপুরে চসিক কনফারেন্স হলে এ কম্বল বিতরণ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। রেড ক্রিসেন্ট সোসাইটি নগরের দুস্থ মানুষের শীত নিবারণের জন্য সিটি রেড ক্রিসেন্ট ইউনিট ও বিভিন্ন মাধ্যম থেকে পাঁচ হাজার কম্বল সংগ্রহ করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম। এ সময় উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মণি, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম, সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সদস্য সাফরাত জাহান, এইচ এম সালাহউদ্দিন, ইউএল ও আজরুল সফদার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সল।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ সময় বলেন, জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখী, যারা নিজেদের আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। সিটি মেয়র গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দারিদ্র্য কোনো অভিশাপ নয়। দারিদ্র্যকে জয় করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শীতার্ত ও হতদরিদ্রদের সেবায় এগিয়ে আসার জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিট ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধন শেষে মেয়র দেওয়ান বাজার হেফজ এতিমখানা ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।