০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের কম্বল বিতরণ

-

কাতারস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় নগরীর শীতার্ত, দুস্থ, অসহায় ও এতিমখানার শিশুদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। গত মঙ্গলবার দুপুরে চসিক কনফারেন্স হলে এ কম্বল বিতরণ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। রেড ক্রিসেন্ট সোসাইটি নগরের দুস্থ মানুষের শীত নিবারণের জন্য সিটি রেড ক্রিসেন্ট ইউনিট ও বিভিন্ন মাধ্যম থেকে পাঁচ হাজার কম্বল সংগ্রহ করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম। এ সময় উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মণি, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম, সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বার, সদস্য সাফরাত জাহান, এইচ এম সালাহউদ্দিন, ইউএল ও আজরুল সফদার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সল।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ সময় বলেন, জীবনের উদ্দেশ্য শুধু নিজেকে সুখী করা নয় বরং উদ্দেশ হওয়া উচিত অন্যকে সুখী করা। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখী, যারা নিজেদের আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। সিটি মেয়র গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দারিদ্র্য কোনো অভিশাপ নয়। দারিদ্র্যকে জয় করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শীতার্ত ও হতদরিদ্রদের সেবায় এগিয়ে আসার জন্য রেড ক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিট ও কাতার রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উদ্বোধন শেষে মেয়র দেওয়ান বাজার হেফজ এতিমখানা ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।

 

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল