চট্টগ্রামে র্যাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
- চট্টগ্রাম ব্যুরো
- ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০
অন্যান্য বছরের মতো এই শীতে এবারো চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো: মশিউর রহমান জুয়েল। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার ১৮ নং কাউন্সিল অফিস এবং বায়েজিদ বোস্তামি ক্যান্টেনমেন্ট সুপার মার্কেটের সামনে শীতবস্ত্র বিতরণ করেন র্যাব-৭ এর অধিনায়ক। শীতবস্ত্র পেয়ে অসহায় দুস্থ লোকজন র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। র্যাব-৭ এর অধিনায়ক বলেন, জনস্বার্থে জনগণের সেবা করার জন্য র্যাব সর্বদা নিয়োজিত থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো: তারেক আজিজ।