চকরিয়া সমিতি চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০
চকরিয়া সমিতি চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২০-২০২১) শপথ অনুষ্ঠান গত ৪ জানুয়ারি নগরীর এক রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি কমরুউদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন চকরিয়া সমিতি চট্টগ্রামের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, সিএমপির উপপুলিশ কমিশনার কাজেমুর রশীদ কাজল ও সাতকানিয়া আদালতের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ ইব্রাহীম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য রাখেনÑ পেকুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার নুর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ও পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম (মিনু), সমিতির সহসভাপতি এম হামিদ হোছাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হামিদ হোসাইন।