০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

চন্দনাইশের ইতিহাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

-

চন্দনাইশের ইতিহাস-ঐতিহ্য বর্তমান প্রজন্মকে জানানো ও ইতিহাস চর্চায় আগ্রহী করে তুলতে গত ৪ জানুয়ারি চন্দনাইশের ইতিহাস বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নগরীর চেরাগী পাহাড়ের সুপ্রভাত স্টুডিও হলে চন্দনাইশ ইতিহাস পরিষদ ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ্দীন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেনÑ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জিনবোধী ভিক্ষু, অধ্যাপক আবদুল আলীম, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব বেলাল, এইচ এম রফিকুল হক টিপু, লায়ন এস কে সিদ্দিকী।
এ কে এম আবু ইউসুফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখে মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আবদুন নুর, ইতিহাস গবেষক অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, সংগঠক স ম জিয়াউর রহমান, সাংবাদিক কামাল পারভেজ, ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, অধ্যক্ষ রতন কান্তি দাশ, ইতিহাস গবেষক মো: সাইফুদ্দিন, শিক্ষাবিদ অধ্যক্ষ হেকিম শিহাব উদ্দিন চৌধুরী প্রমুখ।
সেমিনারের শুরুতে সোহেল মুহাম্মদ ফখরুদ্দীনের চন্দনাইশ ইতিহাস গ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন করা হয়।


আরো সংবাদ



premium cement