মসজিদ-মাদরাসা ইসলামের দুর্গ
- চট্টগ্রাম ব্যুরো
- ০৯ জানুয়ারি ২০২০, ০০:০০
মসজিদ-মাদরাসাকে দ্বীন ইসলামের দুর্গ উল্লেখ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মাহবুবুল আলম বলেছেন, সেগুনবাগান মাদরাসায় পড়ালেখা করে হাজার হাজার এতিম-অসহায় শিক্ষার্থী হাফেজ-আলেম হয়ে দেশ-বিদেশে জাতির খেদমত তথা ইসলামের প্রচার-প্রসারে কাজ করছেন। এতে এক দিকে দ্বীনের খেদমত হচ্ছে, অন্য দিকে দেশে শিক্ষার হারও বৃদ্ধি পাচ্ছে।
গত ৪ জানুয়ারি চট্টগ্রাম নগরীর খুলশী সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদরাসার বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তা’লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরীর কার্যকরী সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড বার আউলিয়া সমিতির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, আরব বাংলাদেশ ওভারসিজ অ্যান্ড হজ গ্রুপের চেয়ারম্যান এম এ তাহের, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম, মাওলানা নুরুল ইসলাম, কারি ফজলুল করিম, মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনী, হাফেজ আজিজুল্লাহ, হাফেজ আলমগীর প্রমুখ।