০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের বৃক্ষ পরিচর্যা কর্মসূচি পালন

-

বৃক্ষকে বাঁচানোর জন্য কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীতে সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানের সভাপতিত্বে গত মঙ্গলবার বৃক্ষ পরিচর্যা কর্মসূচি-২০১৯ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মেজবাহ উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুমকুম দাশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেনÑ মাইমুনুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা কায়ছারুজ্জামান ফারুক, মোহাম্মদ গোলাম ফারুক, ফাউন্ডেশনের সচিব মো: রেজাউল হক খান, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, বড়উঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম মঈনুল হোসেন, জোহরা সুলতানা, মমতাজ বেগম, সৈয়দা তাহমিনা সুলতানা, মিতা পোদ্দার, ফারজান খানম।
এ সময় বক্তারা বলেন, একটি গাছ, একটি জীবন, গাছের পরিচর্যা করে গড়ে তুলি সুন্দর এ ভুবন। জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। তাই বর্ষাকালে বৃক্ষরোপণের কর্মসূচি যেমন পালন করা হয়, তেমনি শীতকালে বৃক্ষ পরিচর্যা কর্মসূচি পালন করা জরুরি। কারণ শীতকালে মাটি শুকনো থাকে। পানির অভাবে অনেক গাছ মরে যায়। এ সময় আগাছা পরিষ্কার করে গোবর সার ও পানি দিলে গাছ সতেজ হয়ে উঠবে।

 


আরো সংবাদ



premium cement