হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড পেলেন আফসার
- চট্টগ্রাম ব্যুরো
- ০২ জানুয়ারি ২০২০, ০০:০০
জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা গত গত শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতস্বরূপ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কৃতী সন্তান মোহাম্মদ আফসার উদ্দিন চৌধুরীকে ‘হিউম্যান রাইটস পিচ অ্যাওয়ার্ড-২০১৯’ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন আজকের সূর্যোদয় সম্পাদক খন্দকার মোজাম্মেল হক (গেদু চাচা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন, চেয়ারম্যান জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস।