চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত
- চট্টগ্রাম ব্যুরো
- ০২ জানুয়ারি ২০২০, ০০:০০
চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন গত সোমবার দুপুরে ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি আলী আব্বাস। সভায় সাধারণ সম্পাদকের বক্তব্য পেশ করেন ফরিদ উদ্দিন চৌধুরী। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বাজেট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
সভায় ক্লাবের ভবিষ্যৎ বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ‘মুজিব বর্ষ’ যথাযোগ্য মর্যাদায় বছরব্যাপী আয়োজনের মাধ্যমে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস আগামী এক বছরে ক্লাবের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনায় সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সভাপতি সালাহউদ্দিন মো: রেজা, সহসভাপতি মনজুর কাদের মনজু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়–য়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য ম. শামসুল ইসলাম, স ম ইব্রাহীম, মোহাম্মদ আলী ও কাজী আবুল মনসুর।
বিশেষ অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজের সাবেক সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, ক্লাবের স্থায়ী সদস্য কবি স্বপন দত্ত, মঈনুদ্দিন কাদেরী শওকত, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, তপন চক্রবর্তী, কামাল পারভেজ, দেব প্রসাদ দাশ দেবু, যীশু রায় চৌধুরী, বিশ্বজিৎ বড়–য়া, কামাল উদ্দিন খোকন, কুতুব উদ্দিন চৌধুরী, কাশেম শাহ, মো: ফরিদ উদ্দিন প্রমুখ।