পরিবেশ রক্ষায় দেশ ঘুরলেন সিআইইউর ‘সাইকেল বয়’
- চট্টগ্রাম ব্যুরো
- ০২ জানুয়ারি ২০২০, ০০:০০
‘গাড়ি ছেড়ে সাইকেল ধরি, দূষণমুক্ত দেশ গড়ি’ স্লোগানে মানুষকে সচেতন করার জন্য সাইকেলে চেপে দেশের ৬৪ জেলা ঘুরেছেন শাহারিয়ার ইমন। তিনি পড়ছেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিবিএতে। ‘সাইকেল বয়’ নামে পরিচিত এই তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা আর শিক্ষার্থীদের কাছে প্রিয়মুখ হয়ে উঠেছেন।
গত ১ নভেম্বর সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেন শাহারিয়ার। এরপর ঘুরে বেড়ান দেশের আনাচে কানাচে। ২৩ নভেম্বর দুপুরে পৌঁছান কক্সবাজারে। কখনো মহাসড়ক, আবার কোথাও মেঠোপথ পেরিয়ে দেশজুড়ে ছুটেছে তার দ্বিচক্রযান।
ইমন বলেন, ‘ ছোটবেলা থেকে সাইকেলের সাথে থাকতে থাকতে সাইক্লিংয়ের প্রতি মায়া গড়ে ওঠে। একই সাথে গ্রামে বড় হওয়ায় পরিবেশ নিয়েও খুব চিন্তা করতাম। আর পথঘাটে চলতে গিয়ে দেখেছি ইঞ্জিনচালিত গাড়ির কারণে পরিবেশ কিভাবে দূষিত হয়। তাই অনেক দিন ধরে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে সাইকেল নিয়ে ঘুরে দূষণমুক্ত দেশ গড়ার বিষয়ে মানুষকে সচেতন করি। কিন্তু এই অল্পতে মন মানছিল না। সে জন্য এই প্রথমবারের মতো সারা দেশে ঘোরার উদ্যোগ নিই। বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে শুরু করি যাত্রা। প্রতিটি জেলায় গিয়ে পরিবেশ রক্ষার জন্য মানুষদের সচেতন করি।’
সাইক্লিংয়ের পাশাপাশি দৌড়েও সমান এগিয়ে শাহারিয়ার। এসবের জন্য এরই মধ্যে পেয়েছেন অনেক পুরস্কার-সনদ। শাহারিয়ার সব কিছুর জন্য কৃতিত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। তিনি বলেন, ‘স্যাররা আর বন্ধুরা সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছেন। তারা সবাই আমাকে নিয়ে গর্ব করেন এটিই সবচেয়ে বড় পাওয়া।’
শাহারিয়ারের ভবিষ্যৎ স্বপ্ন বলতে একটাইÑ সাইকেল নিয়ে ঘুরে বেড়াবেন সারা বিশ্ব। এর আগে অবশ্য যেতে চান দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। সে লক্ষ্যে কয়েক মাস পর আবার নেমে পড়বেন সাইকেল নিয়ে। যেতে চান এবার ভারত, নেপাল ও ভুটানে।