০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

স্লটার হাউজ বিষয়ে চসিক মেয়রের সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সাক্ষাৎ

-

নগরীতে চাঁন্দগাও পুরনো থানা এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের জায়গার ওপর নির্মিত হচ্ছে এশিয়ার বৃহত্তম আধুনিক কসাইখানা। এই জায়গা হন্তান্তর বিষয়ে শিগগিরই চট্টগ্রাম সিটি করপোরেশনের সাথে প্রাণিসম্পদ অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হবে। গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তিন সদস্যের বিশ্বব্যাংক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানা যায়।
ঢাকাস্থ বিশ্বব্যাংক প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ বিশেষজ্ঞ ইসতিয়াক সোবহান, সামাজিক নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ আখতারুজ্জমান ও চিফ টেকনিক্যাল কো-অডিনেশন ড. মোহাম্মদ গোলাম রব্বানী। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম, ভূসম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ এখলাছ উদ্দিন আহমদ এবং চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল হক প্রমুখ।
সাক্ষাৎকালে সিটি মেয়র ও বিশ্বব্যাংক প্রতিনিধিরা নগরীর চাঁন্দগাও পুরনো থানা এলাকায় স্লটার হাউজ নির্মাণ বিষয়ে আলোচনা করেন। এই সময় চিফ টেকনিক্যাল কো-অডিনেশন ড. মোহাম্মদ গোলাম রব্বানী স্লটার হাউজের সুযোগ সুবিধাসংবলিত তথ্যচিত্র উপস্থাপন করেন। এই তথ্যচিত্রে দেখা যায় এ স্লটার হাউজে পশুর স্বাস্থ্য পরীক্ষার সুবিধা, আইসোলেশন সুবিধা, স্মাট স্টকিং স্পেস, প্রশিক্ষণের ব্যবস্থা, রক্ত থেকে ব্লাড মিল তৈরি ইত্যাদি রয়েছে। এ ছাড়া এই প্রকল্পের আওতায় আরো থাকছে পাঁচতলাবিশিষ্ট ভবন, জবাই এরিয়া, এক দিনে জবাই করা যাবে ১০০ পশু। অপেক্ষায় রাখা যাবে ৩০০ পশু। নগরীর চাঁন্দগাও পুরনো থানা এলাকায় সিটি করপোরেশনের ৮৮ শতক জায়গার ওপর এই কসাইখানা নির্মিত হবে। এ অত্যাধুনিক কসাইখানা (স্লটার হাউজ) নির্মাণে ব্যয় হবে প্রায় ৮০ কোটি টাকা।


আরো সংবাদ



premium cement