মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক কাজ করছে : জাফর আলম এমপি
- চট্টগ্রাম ব্যুরো
- ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:০০
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম বলেছেন, দেশে মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক কাজ করে চলেছে। সারা দেশে মাদরাসা শিক্ষার উন্নয়ন ও যুগোপযোগী আধুনিক শিক্ষার মাধ্যমে হাতেকলমে ও প্রযুক্তিগত শিক্ষায় ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। সে ক্ষেত্রে সরকারের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে।
সম্প্রতি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। স্বাগত বক্তব্য রাখেন, মাদরাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আমান উল্লাহ। বক্তব্য রাখেন পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, অধ্যাপক নঈম কাদের, মাদরাসার সুপার মাওলানা মোজাম্মেল হক, মোহাম্মদ ফরিদ উদ্দিন, রিদোয়ানুল ইসলাম, গিয়াস উদ্দিন বাবুল, মোছলেহ উদ্দিন কাদেরী, অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক, হাসানুল আবেদীন চৌধুরী, অধ্যক্ষ মুজিবুর রহমান, নাছির উদ্দিন নোবেল, ফজলুল কাদের, আবদুল মান্নান প্রমুখ।