হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির চলাচল বন্ধ
- ০২ অক্টোবর ২০১৮, ০০:০০
রাজধানীর হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সির সব নিয়মিত কার্যক্রম গত ২২ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে হাতিরঝিল কর্তৃপক্ষ। তবে বাড্ডা জেটি থেকে প্যাডেল বোর্ডের কার্যক্রম যথারীতি চালু থাকবে।
বন্ধ থাকার কারণ হিসেবে গুলশানসংলগ্ন গুদারাঘাট কাউন্টারে গিয়ে জানা গেছে, হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির মেরামত ও রক্ষণাবেক্ষণ উপলক্ষে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির সব নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। গত ২২ তারিখ থেকে এ কার্যক্রম ৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ওয়াটার ট্যাক্সি চলাচলের ফলে সৃষ্ট ঢেউয়ে হাতিরঝিলের পাড় ভেঙে গেছে। সেসব জায়গায় পাইলিংয়ের কাজ হবে। পাশাপাশি হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য হাতিরঝিল ওয়াটার ট্যাক্সির সব নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের মধ্যেই আমরা সব কাজ শেষ করার চেষ্টা করছি। হ