চালু হলো বাড্ডার ইউলুপ
- ৩১ জুলাই ২০১৮, ০০:০০
ঢাকা শহরকে যানজটমুক্ত ও এর সৌন্দর্য বৃদ্ধি করা এবং শহরকে আধুনিক ও উন্নতমানের করা যায়, তার জন্য বিভিন্ন পদক্ষেপ তার সরকার নিয়েছে। এরই অংশ হিসেবে গত শনিবার রাজধানীর রামপুরা-বাড্ডা-প্রগতি সরণি এলাকায় হাতিরঝিল প্রকল্পের নর্থ ইউলুপ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড এটি নির্মাণ করে। ৫৫৮ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যরে এই ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, রাজধানীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে এবং যানজট নিরসন ঢাকাকে ঘিরে একটি এলিভেটেড রিং রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে। যানবাহন রাস্তা দিয়ে নয়, উপর দিয়েই যাবে এভাবে একটা এলিভেটেড রিং রোড নির্মাণ করা হবে। ঢাকা মহানগরের যানজট নিরসনে ২০ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ হাতে নেয়া হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে। অবশিষ্ট অংশ ২০২০ সালের মধ্যে চালু হবে। গাজীপুর-বিমানবন্দর বাস র্যাপিড ট্রানজিটের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা শহরের অভ্যন্তরে এই হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের ফলে এই এলাকা বর্জ্যমিশ্রিত পানিতে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা পেয়েছে এবং এই বিষাক্ত পরিবেশকে সবুজের সমারোহ দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তোলা হয়েছে।