হাতিরঝিল থানার যাত্রা শুরু
- মারিয়া নূর
- ১০ জুলাই ২০১৮, ০০:০০
রাজধানীতে নতুন থানা হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে হাতিরঝিল থানা। ঢাকায় এটি ৫০তম থানা। হাতিরঝিলসংলগ্ন মধুবাগ মাঠে এই নতুন থানা স্থাপিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জুামান খান কামাল শনিবার নতুন এই থানা উদ্বোধন করেন। আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, থানাকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে হবে। এ জন্য সেবার মান বৃদ্ধি করতে হবে। অন্যান্য থানাগুলোয় যেভাবে মানুষ সেবা পায়, ঠিক সেভাবেই এই থানার পুলিশ সদস্যদেরও সেবার মানসিকতা থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, হাতিরঝিল এলাকাটির রাস্তাঘাট অনেক সরু। অনেক দূর থেকে এসে পুলিশকে যেকোনো পরিস্থিতি সামলাতে হতো। বিএনপি-জামায়াতের নাশকতার সময় পুলিশকে হিমশিম খেতে হয়েছে। যথাসময়ে স্বরাষ্ট্রমন্ত্রী থানা করার উদ্যোগ নিয়েছেন এবং অবশেষে উদ্বোধন হয়েছে। এই এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বাংলাদেশকে যারা তালেবান বানাতে চেয়েছিল, তারাই ২০১৩-১৪ সালের দিকে হাতিরঝিল এলাকায় তাণ্ডব ও নাশকতা চালিয়েছিল। সবচেয়ে বেশি গাড়ি পোড়ানো হয়েছিল এই হাতিরঝিলে।’
ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, রাজধানীর বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরী পাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল বাড্ডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলুরোড, মালিবাগ রেল ক্রসিং, হাজীপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে হাতিরঝিল থানা। থানাটি পুলিশের তেজগাঁও বিভাগের আওতাভুক্ত থাকবে।