ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিংমল
- ০৫ জুন ২০১৮, ০০:০০
ঈদের এখনো সপ্তাহ দুই বাকি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে কেনাকাটা। ক্রেতার ভিড়ে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন বিপণী-বিতান। ঈদের ঠিক আগ মুহূর্তে ভীড়ের ভোগান্তি থেকে রেহাই পেতে অনেকে এখনই ছুটছেন পছন্দের পোশাকটি কিনতে। ক্রেতারা বিপণী-বিতানে ঘুরে ঘুরে বেছে নিচ্ছেন তাদের পছন্দের পণ্যটি। পছন্দ হলেই করছেন দরদাম। আর দাম ও পছন্দের সমন্বয় হলেই আগেভাগেই কিনে নিচ্ছেন তার ঈদ পোশাকটি।
রাজধানীর মৌচাক ফরচুন শপিং মলে গতকাল রামপুরা এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে স্ত্রী ও সন্তানসহ এসেছিলেন রবিউল আহমেদ। তিনি বলেন, অফিসের ব্যস্ততায় ঈদের সপ্তাহ খানেক আগে আমার পরিবারের ঈদ কেনাকাটার সময় পাবো না। তাই আগে থেকেই কেনাকাটা করার জন্য আসা। আগে এসে ভালোই হয়েছে। দেখে শুনে পছন্দের পোশাক দরদাম করেই কিনতে পেরেছি। আজ স্ত্রীর জন্য শাড়ি ও বাঁচ্চাদের জন্য জামা কিনেছি। নিজের জন্য পরে কিনবো। প্রতিবার ঈদ আসলে পোশাকের দাম বাড়ে। এবার এখনও বাড়েনি, দাম শুনেই বোঝা যাচ্ছে। তাই দাম বাড়ার আগে ক্রয় করলাম। এখন একটি শাড়ি ক্রয় করবো মায়ের জন্য। বাকি পোশাক আগামী সপ্তাহে কিনবো।
ফরচুন শপিং মলের পাশাপাশি ঈদের কেনাকাটা শুরু হয়েছে মৌচাক মার্কেটেও। তবে মৌচাক মার্কেটে ক্রেতার সংখ্যা ফরচুনের তুলনায় কম। প্রচণ্ড গরমে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকায় ক্রেতারা ফরচুন শপিংমলের দিকে ঝুঁকছেন।