০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

তাইজুলের ২০০ উইকেট

- ছবি : বাসস

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূর্ণ করেন তাইজুল।

দক্ষিণ আফ্রিকার টনি ডি জর্জিকে ৩০, ট্র্স্টিান স্টাবসকে ২৩, ডেভিড বেডিংহামকে ১১, রায়ান রিকেলটনকে ২৭ ও ম্যাথু বিট্রস্কিকে শূন্যতে আউট করেন তাইজুল। প্রথম দিন শেষে ১৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট দখল করেছেন তিনি।

এই টেস্ট খেলতে নামার আগে ৪৭ ম্যাচে ১৯৬ উইকেট শিকার করেছিলেন ২০১৪ সালে অভিষেক হওয়া তাইজুল। ম্যাচের প্রথম দিন শেষে তাইজুলের টেস্ট পরিসংখ্যান দাঁড়িয়েছে ৪৮ ম্যাচে ২০১ উইকেট। ইনিংসে ১৩বার ও ম্যাচে দু’বার ১০ উইকেট নেন তাইজুল। তার বোলিং গড়- ৩১.৬৬ এবং ইকোনমি ৩.০৩।

তাইজুলের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ২’শ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব।

বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৮৩ উইকেট নিয়েছেন ৪৮ ম্যাচ খেলা স্পিনার মেহেদি হাসান মিরাজ।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গলাচিপায় যুবকের লাশ উদ্ধার আবারো প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ১৫ লাখ বাদ তারেক রহমান ও আবদুস সালামের রাষ্ট্রদ্রোহের মামলা বাতিলের রায় প্রকাশ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট সৌদির পর এবার তুরস্ক যাচ্ছেন অভিশংসনের শুনানির জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আবারো আদালতে এবার যুক্তরাষ্ট্রের উপর চীনের পাল্টা শুল্কারোপ বাণিজ্য মেলায় আবারো ট্রফি অর্জন মেসার্স হেলাল অ্যান্ড ব্রাদার্সের জনপ্রশাসন সংস্কার নিয়ে থাকছে শতাধিক সুপারিশ : কমিশন প্রধান সচিবালয় থেকে ওয়ার্ড পর্যন্ত শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে : মান্না খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগের নিষেধাজ্ঞা

সকল