মাদাম তুসো জাদুঘর থেকে সরানো হলো হ্যারি-মেগানের মূর্তি
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জানুয়ারি ২০২০, ১৪:২৮, আপডেট: ১১ জানুয়ারি ২০২০, ১৪:৩২
লন্ডনের মাদাম তুসো জাদুঘরে রাজপরিবারের সদস্যদের পাশ থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মোমের মূর্তি। রানির বামপাশেই ছিলো তাদের মূর্তি। এখন তাদের মূর্তি জাদুঘরের অন্য কোথাও রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি এ খবর জানিয়েছে।
রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দেয়ার পর হ্যারি ও মেগানের মূর্তি সরিয়ে ফেললো জাদুঘর কর্তৃপক্ষ।
রানি বা প্রিন্স চার্লসের সাথে কোনো ধরনের আলোচনা না করেই গত বুধবার এ ঘোষণা দেন তারা।
এক বিবৃতিতে তারা বলেন, আমরা রাজ পরিবারের 'জ্যেষ্ঠ' সদস্যের দায়িত্ব থেকে সরে আসতে চাচ্ছি। আমরা চাচ্ছি আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করতে। পাশাপাশি মহামান্য রানির প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা