২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

চীনা নয়, লরি থেকে উদ্ধারকৃত লাশ ভিয়েতনামিদের : যুক্তরাজ্য পুলিশ

- সংগৃহীত

ব্রিটেনের অ্যাসেক্সে একটি লরি থেকে যে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছিল তারা সবাই ভিয়েতনামের নাগরিক বলে জানিয়েছে ‍দেশটির পুলিশ। এর আগে লাশ উদ্ধারের পরপরই ধারণা করা হয়েছিল তাদের চীন থেকে নিয়ে আসা হয়। শনিবার (২ নভেম্বর) বিবিসির খবরে এ তথ্য দেয়া হয়। নিহতরা মানবপাচারের শিকার হয়ে মৃত্যুবরণ করে বলেও জানায় তারা। এই ঘটনায় লরির চালককে আটক করে দেশটির পুলিশ।

যুক্তরাজ্য পুলিশের অ্যাসিসটেন্ট চিফ কনস্টেবল টিম স্মিথ বলেন, এখন আমাদের বিশ্বাস তারা ভিয়েতনামের নাগরিক। আমরা ভিয়েতনামের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছি।

এর আগে লাশগুলো উদ্ধারের পর ভিয়েতনামের বেশ কিছু পরিবার উদ্বেগ জানায়।

শনিবার (২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বেশ কয়েকটি ভিয়েতনামি পরিবার তাদের প্রিয়জন হারানোর খবর জানিয়েছে। এর মধ্যে, ফাম থি ত্রা মাই নামে ২৬ বছরের এক তরুণী গত ২২ অক্টোবর রাতে তার কোনো একটি বিদেশি গন্তব্যে যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে জানিয়ে পরিবারের কাছে বার্তা পাঠিয়েছিলেন।

লরিতে ৩১ পুরুষ ও আট নারীর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে লন্ডনে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস। পাশাপাশি, নিহত সবার পরিচয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে তারা।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর মধ্যরাতে যুক্তরাজ্যের ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় একটি লরির কন্টেইনার থেকে ৩৯ জনের লাশ উদ্ধার করে পুলিশ। তারপর প্রাথমিকভাবে সেগুলো চীনা নাগরিকদের লাশ বলে জানিয়েছিল পুলিশ। পরে পূর্ণাঙ্গ তদন্তে সেগুলো ভিয়েতনামিদের লাশ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সূত্র : বিবিসি।


আরো সংবাদ



premium cement
পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা নতুন গবেষণা ইনস্টিটিউটের আত্মপ্রকাশ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন নাহিদের পদত্যাগের গুঞ্জন নিয়ে যা জানা গেল জার্মান নির্বাচন : বুথ ফেরত জরিপে এগিয়ে সিডিইউ

সকল