চলতি সপ্তাহে বরিসের বিরুদ্ধে অনাস্থা ভোট!
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৮
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে চলতি সপ্তাহে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সিনিয়র এমপি স্টুয়ার্ট হোইসি।
তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট এড়াতে এটাই হতে পারে একমাত্র পন্থা। এসএনপি নেতা নিকোলা স্টারজিওন বলেন, তিনি লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিতে পারেন। তবে লেবার ডেমোক্র্যাটস বলছে, করবিন খুবই বিভক্তি সৃষ্টিকারী, ফলে তাকে নিয়ে বিভক্তি আছে।
আর করবিন বলেছেন, সম্প্রতি বিরোধীদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। মনে হচ্ছে, প্রতিদিনই জরুরি সরকার আসছে। সূত্র : বিবিসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা