তুরস্ক গেলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৮, আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:০৪
ফিলিস্তিনের অন্যতম সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া গতকাল রোববার তুরস্ক পৌঁছেছেন।
মালয়েশিয়া, রাশিয়া, কাতার, লেবানন, মৌরিতানিয়া এবং কুয়েত সফরের অংশ নেয়ার আগে তিনি তুরস্ক সফর করছেন বলে জানিয়েছে হামাস সূত্র।
সূত্রটি আরো জানায়, রোববার ভোরে ইস্তাম্বুল পৌছান ইসমাইল হানিয়া।
২০১৭ সালে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা নির্বাচিত হওয়ার পর এটা তার প্রথম সফর।
ফিলিস্তিনের একটি সূত্র শনিবার আনাদোলু এজেন্সিকে জানিয়েছে যে, ইসমাইল হানিয়া তার সাম্প্রতিক কায়রো সফরকালে মিসরীয় কর্তৃপক্ষের কাছ থেকে এই সফরের অনুমতি পেয়েছিল।
অবরুদ্ধ গাজাবাসীরা বিদেশ যাওয়ার জন্য কায়রো বিমানবন্দর ব্যবহার করতে হয়। ইয়েনি শাফাক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা