০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬
`

২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি সংখ্যা-৭৬

বিজ্ঞান পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ
-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৯। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদের নাম কী?
ক. নিউরন
খ. অ্যাক্সন
গ. ডেনড্রন
ঘ. স্নায়ুরজ্জু
২০। নিউরনের প্রলম্বিত অংশ হলোÑ
র. অ্যাক্সন রর. ডেনড্রন
ররর. কোষদেহ
নিচের কোনটি সঠিক?
ক. র, রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
২১। নিউরনের কাজ হলোÑ
র. উদ্দীপনা বহন করে
রর. কাজের সমন্বয় সাধন করা
ররর. চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেয়া
নিচের কোনটি সঠিক?
ক. র, রর খ. র, ররর
গ. রর, ররর ঘ. র, রর ও ররর
২২। কিসের মাধ্যমে স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়?
ক. কোষদেহ
খ. অ্যাক্সন
গ. ডেনড্রন
ঘ. সিন্যাপস
২৩। কোনটি সমগ্র স্নায়ুতন্ত্রের চালক?
ক. মস্তিষ্ক
খ. নিউরন
গ. অ্যাক্সন
ঘ. ডেনড্রন
২৪। মানুষের মস্তিষ্ক কোনটির মধ্যে সুরক্ষিত?
ক. করোটি
খ. নিউরন
গ. অ্যাক্সন
ঘ. ডেনড্রন
২৫। মস্তিষ্ক কী পর্দা দ্বারা আবৃত?
ক. মেনিনজেস
খ. পেরিকার্ডিয়াম
গ. কোষপর্দা
ঘ. সিন্যাপস
২৬। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৭। স্নায়ুতন্তুর রঙ কী?
ক. ধূসর খ. কালো
গ. সাদা ঘ. লাল
২৮. স্নায়ুকোষগুলো গুরুমস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে কী সৃষ্টি করে?
ক. স্নায়ুকেন্দ্র
খ. স্নায়ুতন্ত্র
গ. স্নায়ুতন্তু
ঘ. স্নায়ুকলা
২৯। মস্তিষ্কের প্রধান অংশ কোনটি?
ক. সেরিব্রাল
খ. সেরিবেলাম
গ. থ্যালামাস
ঘ. হাইপোথ্যালামাস
৩০। মস্তিষ্কের যোজক বা বোঁটা বলা হয় কোনটিকে?
ক. সেরিবেলাম
খ. পনস
গ. মেডুলা
ঘ. থ্যালামাস
৩১। লঘুমস্তিষ্কের প্রধান কাজ কী?
ক. শ্রবণ করা
খ. কথা বলা নিয়ন্ত্রণ
গ. চলাফেরা নিয়ন্ত্রণ
ঘ. দেহের ভারসাম্য রক্ষা
উত্তর : ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ক. ২৯. ক ৩০. খ ৩১. ঘ।


আরো সংবাদ



premium cement
দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার পণ্য জব্দ ‘আদর্শ সমাজ গঠনে রুকনদের ভূমিকা পালন করতে হবে’ শেরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে ২ বন্ধুর মৃত্যু যেতে না পারা প্রায় ১৮০০০ কর্মীকে মালয়েশিয়া পাঠানোর বিষয়ে কাজ করছে সরকার : উপদেষ্টা পলিথিন বন্ধে ১ নভেম্বর অভিযান শুরু : পরিবেশ সচিব সংলাপে কিছু মৌলিক বিষয়ে সংস্কার নিয়ে কথা বলেছি : জামায়াত আমির একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মজিবুর রহমান মাস্টার আর নেই গাজীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলআরোহী নিহত গণহত্যায় ফেনীর ৩ শহীদ পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা ঘরমালিকের স্ত্রীকে নিয়ে পালাল রাজমিস্ত্রী, উল্টো প্রতিশোধ! সিলেটে সড়কে মৃত্যুর মিছিল, ২ মাসে ৪০ জন নিহত

সকল