সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৩ মার্চ ২০২০, ২০:৫৩
সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। নিহত দুই বাংলাদেশী হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (১৯) ও জুড়ী উপজেলার বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)। দুর্ঘটনায় নিহত জাকেরের বন্ধু আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন (১৯) গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, মঙ্গলবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন প্রবাসী বাংলাদেশী জাকের আলী, আব্দুল মুকিত, শাওন বাসা থেকে প্রাইভেটকারে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে একপর্যায়ে প্রাইভেটকারের চাকা খুলে যায়। পরে নিহত দুই প্রবাসী বাংলাদেশীর লাশ ও আহত শাওনকে ‘রিয়াদ কিং ফাহাদ’ হাসপাতালে নেয়া হয়। আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জাকের আলী পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড়। ৪-৫ মাস আগে ভাগ্য বদলের আশায় সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান তিনি। বাকিদের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।