২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গোলাপগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

- ফািইল ছবি

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা নির্বাচনে সরকারি কাজে যানবাহন ব্যাবহারের জন্য যানবাহন রিকুইজিশনের সময় পুলিশ ও শ্রমিকের সাথে সংঘর্ষে পুলিশ, শ্রমিক ও সংবাদকর্মীসহ আহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়ক প্রায় ২ ঘন্টা ব্যাপী ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

এ সময় সড়কে দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে হাজারো যাত্রী, পথচারী ও রোগীরা ভোগান্তির শিকার হন। পরিস্থিতি সামাল দিতে সিলেট থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ইট পাটকেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য হাফিজুর রহমান (২১), পুলিশ সদস্য মিজানুর রহমান (২৭), পিকআপ চালক নাছির উদ্দিন (৪৫), চালক জাবেদ আহমদ (৩০) ও সংবাদকর্মী আব্দুল আজিজ (৩৩)।

আহতদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।

সংবাদ পেয়ে এএসপি (সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা পিকআপ চালক সমিতির নব নির্বাচিত সভাপতি আবু সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউপির ড্রীম ল্যান্ড পার্কের পাশে পাঁচ মাইল নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে।

জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের সময় উপজেলার ফুলবাড়ি ইউপির ড্রীমল্যান্ড পার্কের পাশে পাঁচ মাইল নামক স্থানে উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি কাজে ব্যবহারের জন্য অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে যানবাহন রিকুইজিশন করতে থাকেন ট্রাফিক ইন্সপেক্টার দেলওয়ার হোসেনসহ গোলাপগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টার শংকর চন্দ্র দেব।

এ সময় ট্রাফিক পুলিশসহ গোলাপগঞ্জ মডেল থানার কয়েকজন পুলিশ সদস্যও ছিলেন। বেলা দেড় ঘটিকার সময় সিলেট সদর উপজেলার ও সিলেট কাচাবাজার শাখার পিকআপ ঢাকা মেট্রো ন ১১-০৩৯৮ কে সিগনাল দিয়ে পিকআপটি থামিয়ে উপজেলা নির্বাচনের জন্য গাড়ি রিকুইজিশন করবেন বলে পিকআপ চালক নাছির উদ্দিনকে ট্রাফিক ইন্সপেক্টার দেলওয়ার হোসেন অবহিত করে গাড়ির কাগজ দেয়ার জন্য বলেন। এ সময় চালক ও ট্রাফিক ইন্সপেক্টার দেলওয়ার হোসেনের সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ট্রাফিক ইন্সপেক্টারের নির্দেশে এসআই শংকর চন্দ্র দেব চালক নাছির উদ্দিনকে আটক করে হাতকড়া লাগিয়ে এস আই শংকর চালককে লাটি দিয়ে মারতে থাকলে অন্যান্য শ্রমিকরা ঘটনাটি দেখতে পেয়ে উত্তেজিত হয়ে উঠেন শ্রমিকরা। পরে তাৎক্ষনিক পুলিশ চালককে ছেড়ে দিলে কিছুক্ষণ পর চালক নাছির উদ্দিন অন্যান্য শ্রমিকদের নিয়ে এসে পাাঁচ মাইল নামক স্থানে সিলেট-জকিগঞ্জ সড়কে একাধিক পিকআপসহ অন্যান্য যানবাহন এলোপাতাড়ি ভাবে রেখে সড়কটি ব্যরিকেড দিয়ে ফেলে এবং ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের লাঠি চার্জ করলে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে পড়ে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে সিলেট থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে পুলিশের উপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও ৩/৪ রাউন্ড রাবাট বুলেট নিক্ষেপ করে।

পরিস্থিতি উত্তপ্ত হলে সংবাদ পেয়ে এএসপি সার্কেল রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, জেলা পিকআপ চালক সমিতির নব নির্বাচিত সভাপতি আবু সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যপারে ট্রাফিক ইন্সপেক্টার দেলওয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলা নির্বাচনে গাড়ী রিকুইজিশন করার জন্য অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে একাধিক গাড়ি রিকুইজিশন করি এবং এ সময় সিলেট কাচাবাজারের পিকআপ আটকিয়ে রিকুইজিশন করতে চাইলে চালক নাছির উদ্দিনে আমার সাথে খারাপ আচরণ করে। তাকে কোন মারধর করা হয়নি।

এ ব্যাপারে এএসপি সার্কেল রাশেদুল হক চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, পরিস্থিতি উত্তেজনা ছিল পরে পরিবহন শ্রমিক নেতাবৃন্দ ও ওসি ফজলুল হক শিবলীর উপস্থিতিতে ঘটনাটি নিস্পত্তি হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


আরো সংবাদ



premium cement
গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ ইসকন ইস্যুতে দেশী-বিদেশী ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বর্ণের দাম ভরিতে কমল ২৮২৩ টাকা পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে : মির্জা ফখরুল বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ

সকল