১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

করোনা আতঙ্কে চার দেশের নাগরিকদের ভিসা বাতিল করলো ভারত

- সংগৃহীত

সোমবার ভারতে নতুন করে দু'জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এরপর মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ৩ মার্চ বা তার আগে চারটি দেশ থেকে ভারতে আসার অনুমোদিত ভিসাগুলো বাতিল করে দেয়। দেশ চারটি হলো- ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপান।

এছাড়াও মঙ্গলবার (৩ মার্চ) থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে ভারতে ফেরার ভিসাও বাতিল করেছে নয়াদিল্লি। তবে কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ কারণে ভারতে আসতে চান তাহলে তাদের নিকটবর্তী ভারতীয় দূতাবাস থেকে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। সারা পৃথিবীতে করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি চীনের নাগরিকদের নিয়মিত ভিসা অথবা ই-ভিসা বাতিল করে ভারত সরকার। সেটা এখনো কার্যকর থাকবে। চীন থেকে কেউ কোনো জরুরি কারণে ভারতে প্রবেশ করতে চাইলে সংশ্লিষ্ট চীনা নাগরিককে নিকটস্থ ভারতীয় দূতাবাসে নতুন করে ভিসার আবেদন করতে হবে।

এদিকে এই ৫টি দেশের নাগরিক ছাড়া যেসব বিদেশী নাগরিক গত ১ ফেব্রুয়ারি বা তার পরে চীন, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও জাপানে গিয়েছিলেন, তাদেরও ভারতে প্রবেশ আপাতত স্থগিত করেছে ভারত সরকার। তবে জাতিসঙ্ঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার যেকোন কর্মকর্তা ও কর্মচারী, কিংবা ওই সব দেশের বিমানকর্মীদের ছাড় দেয়া হয়েছে এই বিধিনিষেধ থেকে। তবে সকলেরই ‘মেডিক্যাল স্ক্রিনিং’ বাধ্যতামূলক করা হয়েছে।

এর পাশাপাশি যেকোনো আন্তর্জাতিক ফ্লাইটে ভারতে পৌছানো পর্যটকদের ব্যক্তিগত তথ্যসহ স্ব-ঘোষণা ফর্ম পূরণ করতে হবে এবং নিজের ভ্রমণ ইতিহাস জানাতে হবে বলে জানানো হয়েছে। একইসাথে চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, হংকং, ম্যাকাউ, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও তাইওয়ান থেকে সরাসরি বা অপ্রত্যক্ষ ভাবে ভারতে পৌঁছানো বিদেশী ও ভারতীয় উভয়কেই মেডিক্যাল স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। পাশপাশি ভারতীয় নাগরিকদেরকে চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিতে যেতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকায় আগ্রার ছয়জনকে চিহ্নিত করে তাদের আলাদা করে রাখা হয়েছে। ওই ছয়জন দিল্লির বাসিন্দা ৪৫ বছর বয়সী এক যুবকের সংস্পর্শে এসেছিলেন, যিনি ইতালি থেকে এসেছিলেন। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। ছয়জনের মধ্যে সেই যুবকের পরিবারের সদস্যরাও রয়েছেন। তাদের সকলকে দিল্লির সফদরজং হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। সূত্র : এনডিটিভি।


আরো সংবাদ



premium cement