০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

দিল্লি সহিংসতার আঁচ এবার মেঘালয়ে : শিলংয়ে আংশিক কারফিউ

শিলংয়ে আংশিক কারফিউ জারি করা হয়েছে। - প্রতীকী ছবি

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লির পর এবার সংঘর্ষে প্রাণহানি ঘটেছে মেঘালয়ে। শুক্রবার দুপুর থেকে পূর্ব খাসি পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

অ-উপজাতি এবং কেএসইউ’র সংঘর্ষে নিহত হয়েছেন একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোবাইল ইন্টারনেট ব্যবহার ও এসএমএস আদান-প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

জানা গেছে, মৃত যুবক কেএসইউ বা খাসি স্টুডেন্টস ইউনিয়নের সদস্য। রাজ্যের রাজধানী শিলং থেকে ৯০ কিমি দূরে এই পূর্ব খাসি পার্বত্য এলাকা। সেই এলাকার শেলা জনপথ এই সংঘর্ষের উৎপত্তিস্থল। সেই এলাকায় শনিবার থেকে কারফিউ জারি করেছে প্রশাসন। পাশাপাশি শিলংয়ে বিক্ষিপ্তভাবে জারি রয়েছে কারফিউ।
শুক্রবারের ঘটনার সেই আঁচ প্রায় ১০০ কিমি দূরে পর্যটক-বান্ধব শিলংয়ে এসে পড়ে। শনিবার অ-উপজাতি সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন ছয়জন। একজনের দেহে ছুরির আঘাতের চিহ্ন মিলেছে।

এই ঘটনার পর নিরাপত্তা পর্যালোচনায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। জানা গেছে, ইনার লাইন পারমিট বা আইএলপি’র দাবিতে কেএসইউ ও সিএএ-বিরোধী কয়েকটি নাগরিক সংগঠন শেলা জনপথের ইচ্ছামতী গ্রামে বৈঠক করে। সেই বৈঠকের ওপর হামলা চালায় অ-উপজাতি সম্প্রদায়ের সদস্যরা। বাড়ে উত্তেজনা। মৃত্যু হয় লুরশাই হিনিএওতা নামের এক যুবকের। এমনতাই অভিযোগ কেএসইউ সংগঠনের। এই ইচ্ছামতী গ্রাম বাংলাদেশ সীমান্ত লাগোয়া জনপথ।

সেই সংঘর্ষের মাঝে পড়ে জখম হয়েছেন একাধিক পুলিশকর্মী। অভিযোগ উঠেছে, একাধিক গাড়িতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। তবে কাদের উস্কানিতে এই হামলা, খতিয়ে দেখছে পুলিশ।

জানা গেছে, মেঘালয় বিধানসভা ইতিমধ্যে ইনার লাইন পারমিট নিয়ে প্রস্তাব পাস করেছে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি জারির অপেক্ষা। কেএসইউ ও অন্য উপজাতি সংগঠন বহু বছর ধরে আইএলপি চেয়ে আন্দোলন করছে। এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইনের ঘোর বিরোধী এই কেএসইউ সংগঠন।

সূত্র : এনডিটিভি

দেখুন:

আরো সংবাদ



premium cement
২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে ৮৩ শতাংশ নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক আজিজ, সদস্য রঞ্জু বিশ্ব ইজতেমার দুই কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা তারেক রহমানের প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাইমা রহমান চট্টগ্রামে ৩ পাহাড়ি উপজাতি সন্ত্রাসী আটক পুলিশের কাছ থেকে সুজানগর আওয়ামী লীগ সভাপতিকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা লালপুরে শিক্ষার্থী প্রার্থনার পাশে দাঁড়ালেন তারেক রহমান খালেদা জিয়াকে পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি চট্টগ্রামে ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নেয়া সেই যুবদলনেতা বহিস্কার অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

সকল