২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অসাধারণ প্রধানমন্ত্রী পেয়েছেন আপনারা, ভারতীয়দের প্রতি ট্রাম্প

- সংগৃহীত

আবারো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা বেরিয়ে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। ভারতের রাজধানী দিল্লিতে মার্কিন দূতাবাসে মঙ্গলবার ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,‘আপনারা একজন দারুণ প্রধানমন্ত্রী পেয়েছেন। নিজের কাজ খুব ভালো বোঝেন। অসাধারণ কাজ করেছেন উনি।’

ভারতের আতিথেয়তায় অভিভূত ডোনাল্ড ট্রাম্প। এমন রাজকীয় অভ্যর্থনার কথা কখনও ভাবেননি। এদিন শিল্পপতিদের মার্কিন প্রেসিডেন্ট তার দেশে বিনিয়োগের আহ্বান জানান। ট্রাম্পের কথায়,‘ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আগে এমন বন্ধুত্ব ছিল না।’

এদিন দিল্লিতে মার্কিন দূতাবাসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ছিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেকটর মুকেশ আম্বানি।

বৈঠকে মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন,‘ভারতে এসে আমি সম্মানিত। আপনারা অসাধারণ প্রধানমন্ত্রী পেয়েছেন। নিজের কাজ খুব ভালো বোঝেন। অনেকে বলেন উনি একগুঁয়ে। কিন্তু উনি ভালো মানুষ। তবে দরকার পড়লে বলিষ্ঠ হতেও পারেন। কী বলতে চাইছি বুঝতে পারছেন নিশ্চয়ই। উনি খুব ভালো কাজ করেছেন। আমরা একসঙ্গে কাজ করছি। আপনাদের জন্য কিছু করার থাকলে জানাবেন।’ সূত্র : জি নিউজ।


আরো সংবাদ



premium cement